কেমন আছেন সবাই? আশা করি ভাল। চলুন আজ জেনে নেই নতুন একটা টিপ্স
এই ডিজিটাল যোগে সাধারণত সবার হাতে হাতেই মোবাইল দেখাযায়। আর মোবাইল ব্যবহারের প্রধান উদ্দেশ্য হলো কথা বলা। মোবাইল দিয়ে কথা বলতে গেলে অবশ্যই সিম কার্ডের প্রয়োজন। আবার কোন সিমে কে কি প্যাকেজ ব্যবহার করছে সেটাও লÿ্যনীয়। কারণ প্যাজের উপর নির্ভর করছে কল রেট সহ অনেক কিছুই। আর তাই জেনে নিন আপনি অপনার কোন সিমে কোন প্যকেজটি ব্যবহার করছেন। জানতে নীচের পদক্ষেপগুলো অনুসরণ করুন-
- গ্রামীন ফোনের জন্য --- sms অপশনে গিয়ে xp লিখে পাঠিয়ে দিন 4444 নাম্বারে ।
- বাংলালিংক এর জন্য ---*১২৫#
- রবির জন্য --- *১৪০*১৪#
- এয়ারটেলের জন্য--- *১২১*১*১*১#
- টেলিটক এর জন্য --- sms অপশনে গিয়ে AR লিখে পাঠিয়ে দিন ২২২ নাম্বারে।