Notice! Hello! Dear visitor we are developing our site. For this reason may be you face some problem. We are sorry for that. But we are trying to complete our work quickly. Thank you.

টিপস : জেননিন আপনার সিমকার্ডের নম্বর

Posted Posted by Tanvir ahmed in Comments 0 comments

নতুন সিম কার্ড কিনলে অনেক সময় মনে থাকেনা, সিম কার্ডের নম্বর কত ? অথবা
আমাদের নিজের বা বন্ধুর মোবাইলের নাম্বারও অনেক সময় জানা থাকে না।এছারা যাদের একাধিক সিমকার্ড রয়েছে তারাও অনেক সময় মনেরাখতে পারেনা কোন সিমকার্ড এর নম্বর কত ?  মোবাইল থেকে নিজের নাম্বার দেখার সহজ কিছু উপায় আছে যেমন আর একটা মোবাইলে কল দিয়ে আপনি জেনে নিতে পারেন আপনার মোবাইল নম্বর কিন্তু  আপনি কল দিয়ে নাম্বার জানতে গেলেন, দেখলেন মোবাইলে যথেষ্ট পরিমানে ব্যালেন্স নেই বা আপনার কাছে আর কোন মোবাইলই ফোন নেই সেক্ষেত্রে আপনি নিচে উল্লেখিত নম্বর ডায়েল করে সহজেই  জেনে নিতে পারেন আপনার সিম কার্ডের নম্বর

১। গ্রামীন ফোনের জন্য ---*2#
অথবা *111*8*2#
২। রবির জন্য ---*140*2*4# অথবা কল করুন - 1200 এবং 4 চাপুন (কোন চার্জ প্রযোজ্য নয়)
৩। বাংলালিংক এর জন্য ---*666# অথবা *666*8*2#
অথবা *511#
৪। এয়ারটেলের জন্য---*121*6*3#
5| টেলিটক এর জন্য---sms অপশনে গিয়ে AR লিখে পাঠিয়ে দিন ২২২ নাম্বারে


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogroll

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by Page Rank Checker service